২৩ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ২৯ মে ২০২৪, ০৩:২৯ PM , আপডেট: ২৯ মে ২০২৪, ০৩:৫৬ PM
গ্রীষ্মকালীন ও ঈদুল-আজহা উপলক্ষে ২৩ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। আগামী ৬ জুন থেকে ২৮ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকেবে। আবাসিক হলসমূহ ১০ জুন সকাল ১০টায় বন্ধ হয়ে খুলবে ২৪ জুন। তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ চালু থাকবে।
বুধবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিল সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামানের হল অফিসে কক্ষে প্রভোস্টদের সমন্বয় মিটিংয়ে হল বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: ১৯ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খোলা থাকবে হল
প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, প্রভোস্ট কাউন্সিলের মিটিংয়ে হল বন্ধের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ৬ জুন থেকে ২৩ দিন বন্ধ থাকবে।