ভবনের অভ্যন্তরে মিছিল-মিটিং নিষিদ্ধ করল বেরোবি
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ মে ২০২৪, ০৯:১৩ AM , আপডেট: ০৮ মে ২০২৪, ০৯:২০ AM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভবনগুলোর অভ্যন্তরে মিছিল, মিটিং নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ অব্যাহত রাখতে একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন ও প্রশাসনিক ভবন এর অভ্যন্তরে সর্বাবস্থাতেই মিছিল, মিটিং ও সমাবেশ যথারীতি নিষিদ্ধ থাকবে। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ নির্দেশনা শিক্ষার্থীদের বাক স্বাধীনতা খর্ব ও অধিকার আদায়ে গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করবে কি না? এ বিষয়ে জানতে চাইলে বেরোবি প্রক্টর বলেন, এ নির্দেশনার মাধ্যমে ক্যাম্পাসের আন্দোলন, সমাবেশ নিষিদ্ধ করা হয়নি। যে ভবনগুলোতে একাডেমিক কার্যক্রম চলে তা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এ নির্দেশ দেওয়া হয়েছে।