কুবি-জবির পর বেরোবি উপাচার্যের নামেও ভুয়া ই-মেইল

০৬ এপ্রিল ২০২৪, ১১:০২ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০১ PM

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ এর নামে ভুয়া ই-মেইল আইডি খুলে মিথ্যা বার্তা প্রেরণ করা হচ্ছে।

শুক্রবার (৫ এপ্রিল) বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলী। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরে drmdhasiburrashid@gmail.com ই-মেইল আইডি থেকে একটি অসাধু মহল বিভিন্ন ব্যক্তির কাছে মেসেজ পাঠাচ্ছে। কিন্তু এই ই-মেইল উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের নয় এবং এর সঙ্গে অত্র বিশ্বদ্যিালয়ের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। উক্ত বিষয়ে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

স্ক্যামের উদ্দেশ্যে তৈরি করা এই ই-মেইল আইডিটি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। সকলকে এই ই-মেইল আইডি থেকে আসা সকল বার্তা পরিহার করে চলার জন্য এবং এই বিষয়ে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈনের নাম ব্যবহার করে ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে স্ক্যাম মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছিল।

ভর্তি পরীক্ষায় গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন কুবি শিবিরের
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাদিক কায়েমের বক্তব্যে ছাত্রদল নেতা হামিমের প্রতিক্রিয়া
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় শিবির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ,…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা, এক জেলায় বিএনপির-ছাত্রদল…
  • ৩০ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন কর্মচারীরা
  • ৩০ জানুয়ারি ২০২৬