বরিশাল বিশ্ববিদ্যালয়ে নির্মিত হবে মিনি ক্রিকেট স্টেডিয়াম: উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মিনি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া। সোমবার (০৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আয়োজিত আন্তঃব্যাচ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের সাথে কথা বলে এখানে একটি মিনি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে। অতিশিগরই এটি বাস্তবায়নে কাজ শুরু হবে। স্টেডিয়ামের সাথে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে পিচও তৈরি করা হবে। একইসঙ্গে গঠন করা হবে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টিম। 

পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, খেলাধুলার মাধ্যমে আমাদের সম্পর্কের এমন এক উন্নয়ন ঘটে, যা জীবনের যেকোনো সময় যেকোনো ক্ষেত্রে কাজে লাগে। খেলার মাঠে এ সম্পর্ক হোক সেটা শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের অথবা শিক্ষকদের। সম্পর্কের জয় হয় খেলার মাধ্যমে।

এদিন বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে ইতিহাস বিভাগ। এতে অংশ নেয় বিভাগের পাঁচটি ব্যাচের ভিন্ন ভিন্ন দল।

বিভাগের চতুর্থ ব্যাচকে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বিভাগের প্রথম ব্যাচ। বেলা ৫টায় চ্যাম্পিয়ন, রানার্সআপ, ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান সুরাইয়া আক্তার। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল ইতিবাচক উদ্যোগে উপাচার্যের সার্বিক সহযোগিতা ববির জন্য সুফল বয়ে আনছে। ফলে এখানে যেমন শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশের উন্নয়ন ঘটছে, তেমনি সকল সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ তানভীর কায়ছার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল কাইউম, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইতিহাস বিভাগের (ক্রীড়া কমিটি) প্রভাষক ও আহ্বায়ক মো. কবির হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল বাতেন চৌধুরী, ইতিহাস বিভাগের প্রভাষক ইলিয়াস হোসাইন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence