ক্যাম্পাসে ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্রীর গায়ে হলুদ, সহপাঠীদের আনন্দ-উৎসব 

২৩ জানুয়ারি ২০২৪, ১১:৩৯ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪০ PM

© টিডিসি ফটো

ক্যাম্পাসে সহপাঠীর গায়ে হলুদের আয়োজন করেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। সোমবার (২২ই জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয় পরিসংখ্যান বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা’র গায়ে হলুদ। 

সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়া গায়ে হলুদ অনুষ্ঠানে যোগদান করেন বিভাগ ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। ফেব্রুয়ারি  মাসের শুরুতে বগুড়ার নিজ বাড়িতে পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠান হবে। 

মুনতাহা’র বন্ধুরা পাঞ্জাবি আর বান্ধবীরা শাড়ির রঙিন সাজে কেন্দ্রীয় খেলার মাঠে এই অনুষ্ঠানে মেতে ওঠেন আনন্দে। দলবদ্ধ হয়ে কেউ সেলফি তুলছেন, কেউ গানের আসর জমিয়েছে, আবার কেউ গায়ে হলুদের মঞ্চ সাজাতে ব্যস্ত সময় পার করছেন। 

অনুষ্ঠানে হলুদ, মেহেদি, মিষ্টান্ন, ফলমূলসহ কোনো কিছুরই কমতি ছিল না সেখানে। হলুদ শেষে গানের আসর নিয়ে বসেন বিভাগের বন্ধুরা।

এ বিষয়ে উচ্ছ্বসিত কণ্ঠে কনে জানান, আমি খুবই সারপ্রাইজড! এক বছরে আমার প্রতি সবার ভালোবাসা দেখে খুবই আবেগপ্রবণ হয়ে গেছি। আর যেহেতু ব্যাচের সবাই ছিলো,তাই খুব খুশী হয়েছি।

ভিন্নধর্মী আয়োজন নিয়ে সিদরাতুল মুনতাহা’র সহপাঠী মাহফুজ বলেন, দেশের বিভিন্ন স্থানে জায়গা থেকে আমরা এখানে পড়তে এসেছি এবং পড়তে এসে এখানে গড়ে উঠেছে নতুন পরিবার। তাই আমাদের পরিবারের পক্ষ থেকে এই সামান্য আয়োজন।

বুটেক্স ছাত্রী ছিলেন ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদোন্নতির দাবিতে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের কর্মকর্তাদের মান…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সিনারকে হারিয়ে ফাইনালে জোকোভিচ
  • ৩১ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন সুইডেনে, আবেদন শেষ ২ ফে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২০ মিনিট পরেও ভর্তি পরীক্ষায় বসেছে শিক্ষার্থী, আগের দিন সুয…
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের জনসভায় মোবাইল চুরি প্রায় ১০০, থানায় জিডি ৭০ জ…
  • ৩১ জানুয়ারি ২০২৬