সভাপতি মো. বাহাউদ্দীন গোলাপ এবং সাধারণ সম্পাদক মো. নাদিম মল্লিক © টিডিসি ফটো
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) অফিসার্স এসোসিয়েশনের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. বাহাউদ্দীন গোলাপ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নাদিম মল্লিক।
আজ বুধবার (৬ ডিসেম্বর) নির্বাচনের ফল ঘোষণা করেন অফিসার্স এসোসিয়েশন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার তরিকুল ইসলাম। অভিসার্স এসোসিয়েশনের এবারের নির্বাচনে প্রতি পদে একক প্রার্থী থাকায় কার্যকরী কমিটিতে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানান তিনি।
নবগঠিত কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে আছেন সহ-সভাপতি মো. আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম, কোষাধ্যক্ষ মো. সাইদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম, দপ্তর সম্পাদক আবু সায়েম।
এছাড়া প্রচার সম্পাদক পদে মো. হারুন অর রশীদ, সমাজকল্যাণ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা পদে মোসা. সালমা বেগম নির্বাচিত হয়েছেন এবং কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. মনিরুজ্জামান, হাবিবুর রহমান ও মো. সাইদুজ্জামান।