শোক দিবসে ইবি প্রেসক্লাবের আলোচনা সভা
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ আগস্ট ২০১৮, ০২:৩৪ PM , আপডেট: ১৫ আগস্ট ২০১৮, ০২:৩৪ PM
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘সাংবাদিকতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে টিএসসিসির নিচতলায় অবস্থিত প্রেস কর্ণারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইবি প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্রর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও ইবি প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বেলাল উদ্দীন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ও ইবি প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক কানন আজিজ, ইবি শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম প্রমুখ। সভার সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসিফ খান।
আলোচনা সভায় বক্তরা বলেন, ‘বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশকে ভাবা যায় না। তিনি শুধু আমাদের নয়, তিনি বিশ্ব নেতা। তার আদর্শকে যদি আমার লালন করতে পারি তাহলে এই দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে পরিনত করতে পারবো।’
সাংবাদিকতার বিষয়ে বক্তরা বলেন, ‘বঙ্গবন্ধু নিজেই একজন সাংবাদিক ছিলেন। সাংবাদিকতার অংঙ্গনে তার যতেষ্ট ভূমিকা ছিল। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে যদি আমরা সংবাদিকতা করি তাহলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সাংবাদিকদের কলম মুখ্য ভূমিকা পালন করবে।’
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইবি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদাউসুর রহমান সোহাগ, দপ্তর সম্পাদক শাহাদাত মিতির, কোষাধ্যক্ষ সরকার মাসুম, প্রচার সম্পাদক এ আর রাশেদ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তারিকুল ইসলামসহ প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্যরা।
এর আগে সকাল ১০টয় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্রর নেতৃত্বে বঙ্গবন্ধু ম্যুরাল মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।