ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক র‌্যালি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক র‌্যালি   © টিডিসি ফটো

নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিতে হয়েছে।  এ উপলক্ষে নানা কর্মসূচী পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পূর্বনির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করা হয়।  জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী এবং কালো পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান।  এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।  এছাড়া আবাসিক হল সমূহে পতাকা উত্তোলন করেন স্ব স্ব হলের প্রভোস্টগণ।

পতাকা উত্তোলন শেষে সকাল পৌনে ১০টার দিকে প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নেতৃত্বে শোক র‌্যালি বের করা হয়।  র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ম্যুরাল মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে এসে শেষ হয়।  এসময় শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, প্রগতিশীল শিক্ষক সংগঠন বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, ইবি প্রেস ক্লাব, ইবি শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয় প্রশানের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, উপ উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।  এরপর একে একে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, ইবি শাখা ছাত্রলীগ, বিভিন্ন বিভাগ, আবাসিক হল, ইবি প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট শাহাদাত বরণকারীদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরাবতা পালন এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে দশটায় কোরআন খানি এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে ক্যাম্পাসের পার্শবর্তী একালার গবির দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।


সর্বশেষ সংবাদ