ছাত্রলীগ এখন ছাত্রদের সাথে নেই: নসরুল হামিদ বিপু

১৪ আগস্ট ২০১৮, ০৭:২৬ PM
জবিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বক্তব্য প্রদান করছেন

জবিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বক্তব্য প্রদান করছেন © টিডিসি ফটো

ছাত্রলীগ এখন সাধারণ ছাত্রদের সাথে নেই বলে মন্তুব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু । তিনি বলেন, আমরা যখন ছাত্রলীগ করতাম তখন রাজধানীর ছাত্রলীগ ও আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের সাথে আমাদের পরিচয় ছিল এবং তাদের নাম পর্যন্ত আমরা জানতাম। কিন্তু বর্তমানের ছাত্রলীগ নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের চেনাতো দূরের কথা ছাত্রলীগের নেতাকর্মীদেরকেও চিনতে পারে না।

মঙ্গলবার দুপুর দুইটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব মন্তব্য করেন।

নসরুল হামিদ ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলেন, ‘পূর্বে বাংলাদেশের মানুষ ছাত্রলীগের কথা শুনার জন্য বিভিন্ন স্থান থেকে প্রোগ্রামে আসতেন। কিন্তু এখন মানুষের মধ্যে সেই প্রবণতা নেই। মানুষের মাঝে আবার সেই প্রবণতা ফিরিয়ে আনার দায়িত্ব ছাত্রলীগকেই নিতে হবে। নিজেদের থেকেই প্রথমে পরিবর্তন শুরু করতে হবে, তারপর মানুষের মাঝে পরিবর্তন আনতে হবে।’

এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অনেকদিন আগেই বলেছেন, বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা সহজ হবে না। কারণ ১৯৭৫ সাল থেকে বাংলাদেশের বিরুদ্ধে সব সময় দেশি ও বিদেশি ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের উন্নয়ন চায় না। তারা সব সময় বাংলাদেশের উন্নয়নে বাধা সৃষ্টি করতে প্রস্তুত থাকে। তারপরও প্রধানমন্ত্রী তার নেতৃত্বের গুণাবলির দ্বারা বিশ্ববাসির কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে দাড় করাতে সক্ষম হয়েছেন।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান প্রতিটি অভ্যুত্থানের পেছনে ক্ষমতার পরিবর্তন লুকিয়ে থাকে বলে মন্তব্য করে তিনি বলেন- ১৫ আগস্ট কোনো সাধারণ অভ্যুত্থান ছিলনা, এটা রাষ্ট্রীয় ক্ষমতা বদলের অভ্যুত্থান ছিল। এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করার সাথে সাথে স্বাধীনতার পক্ষে যারা কথা বলেছেন তাদেরকেও স্মরণ করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, এমপি; বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। আলোচনা সভাটি সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী ও শাখা ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কঠোর নিষেধাজ্ঞায়ও ঢাকায় ফুটল আতশবাজি, উড়ল ফানুস, আতঙ্কে শিশ…
  • ০১ জানুয়ারি ২০২৬
অসুস্থকালীন সৌজন্য সাক্ষাতকে ‘গোপন বৈঠক’ হিসেবে প্রচার, নিন…
  • ০১ জানুয়ারি ২০২৬
সকালেই সড়কে একসঙ্গে ঝরল ৪ প্রাণ
  • ০১ জানুয়ারি ২০২৬
চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার, প্রতি আসনে লড়বেন ৮…
  • ০১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার প্রয়াণে ভারতের শোক, এবার দিল্লিতে বাংলাদেশ হাই…
  • ০১ জানুয়ারি ২০২৬
আলোকছটা আর সম্প্রীতির বন্ধনে নতুন বছরকে বরণ করে নিল বিশ্ব
  • ০১ জানুয়ারি ২০২৬