নজরুল বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেলের ভাস্কর্য স্থাপন
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ০৯:০৩ AM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৩, ০৯:১৪ AM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ষাটতম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেলের একটি আবক্ষ ভাস্কর্য স্থাপন করা হয়েছে।
বুধাবর (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল শিশু পার্কে ভাস্কর্যটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
এরপর উপাচার্য শেখ রাসেলের ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া মাদ্রাসাছাত্রী মারা গেছে
শেখ রাসেলের ভাস্কর্য স্থাপনের প্রেক্ষাপট তুলে ধরে উপাচার্য বলেন, শেখ রাসেল আমাদের কাছে নিষ্পাপের প্রতীক। তিনি সবসময় আমাদের স্মৃতির মণিকোঠায় থাকবেন। শেখ রাসেলের ভাস্কর্যটি যেখানে স্থাপিত হয়েছে সেই শেখ রাসেল শিশুপার্কটির কাজও দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
তিনি আরো বলেন, ইতোমধ্যে পার্কের সীমনা প্রাচীরের কাজ প্রায় শেষ। শিশুদের জন্য মুক্তমঞ্চও করা হয়েছে। তাদের জন্য বিভিন্ন রাইড স্থাপন করা হবে। শেখ রাসেল শিশুপার্ক হবে শিশুদের খেলাধুলো ও শরীরচর্চার অবাধ বিচরণক্ষেত্র।