জবিস্থ রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সাইফুল-সোহান

১৭ অক্টোবর ২০২৩, ০৩:২৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৮ PM
সাইফুল ইসলাম-সোহান প্রামাণিক

সাইফুল ইসলাম-সোহান প্রামাণিক © টিডিসি ফটো

জবিস্থ রাজবাড়ী জেলার ছাত্র-ছাত্রীদের সার্বিক সহযোগিতার লক্ষ্যে আগামী এক বছরের জন্য রাজবাড়ী  জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১০-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহান প্রামাণিক। 

সংগঠনটির উপদেষ্টা এবং বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক এম এ মমিন , সংগঠনটির সাবেক সভাপতি সেলিম বিশ্বাস, মেহেদী হাসান মুন ও সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ , জুয়েল মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন নেতৃত্ব সংগঠনকে আরো বেগবান করবে বলে প্রত্যাশা সংগঠনটির উপদেষ্টাদের।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ইতিহাস  বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের হুজ্জাতুল ইসলাম  ও যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সাথী বালা। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন আশিকুর রহমান, নাইমুর হাসান।

বিজ্ঞপ্তিতে উক্ত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়।

‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাটারি ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: …
  • ৩০ জানুয়ারি ২০২৬