কবি নজরুল সরকারি কলেজ

সাংবাদিক মারধরে ছাত্রলীগ ব্যবস্থা নিলেও নিশ্চুপ কলেজ প্রশাসন

১৫ অক্টোবর ২০২৩, ০৫:২২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪২ PM
কবি নজরুল সরকারি কলেজ লোগো ও বাংলাদেশ ছাত্রলীগ লোগো

কবি নজরুল সরকারি কলেজ লোগো ও বাংলাদেশ ছাত্রলীগ লোগো © সংগৃহীত

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাসে দুই সাংবাদিককে মারধরের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ কলেজ শাখা ছাত্রলীগের চার কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে এবং সাত দিনের মধ্যে কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না তা লিখিত চেয়েছে। তবে ঘটনা ১২ দিন পার হলেও এখনও নিশ্চুপ কলেজ প্রশাসন। 

সাংবাদিক মারধরের ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে গত ৭ অক্টোবর গণমাধ্যমকে জানিয়েছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম। তবে কত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদের কত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কিছু বলতে রাজি হননি তিনি। 

এবিষয়ে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সহ-সভাপতি শাহীন আহমেদ বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ ছয়জন অভিযুক্তদের মধ্যে চার জনকে সাময়িক বহিষ্কার করেছে।যা বলতে গেলে লোক দেখানো ছাড়া কিছুই নয়।মূল অভিযুক্ত যেই দুইজন তাদেরকেই বাদ দেয়া হয়েছে।মেহেদী হাসান পলাশ ও ফাহিম তাজ যারা মারধরের নেতৃত্ব দিয়েছে তাদের নাম প্রেস রিলিজে নেই।কলেজ প্রশাসনকে আমরা লিখিত অভিযোগ দিয়েছি।আজ ১২ দিন হয়ে গেছে অথচ আমরা কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছিনা।গত কয়েক মাসে ক্যাম্পাসের বেশ কয়েকজন শিক্ষার্থী মারধরের শিকার হয়েছে।যার একটিরও কোনো বিচার হয়নি যা শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কলেজ প্রশাসনের ব্যর্থতা দৃশ্যমান করে। 

ঘটনার ১২ দিন পরেও কেন ব্যবস্থা নেয়া হয়নি এ বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগমের সাথে দ্যা ডেইলি ক্যাম্পাস যোগাযোগ করলে , তিনি এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। 

প্রসঙ্গত, মঙ্গলবার (০৩ অক্টোবর) রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিককে মারধরের অভিযোগ উঠে কলেজ ছাত্রলীগের বিরুদ্ধে। অভিযুক্তরা সবাই কলেজ ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন সাগরের অনুসারী। মেহেদী হাসান পলাশ, শেখ সুমন, ফাহিম তাজ, তানজিদ আহমেদ বাবু, রাতুল হাসান, তামিম মোল্লাসহ প্রায় ১০-১৫ জন ঐ দুই সাংবাদিককে মারধর করে।

পানামা খালের বন্দরে চীনের নিয়ন্ত্রণ অসাংবিধানিক: পানামার আ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এখনই যাদের হাতে জনগণ নিরাপদ নয়, ক্ষমতায় গেলে আরও ঝুঁকিতে পড়…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবেদন শেষ ১৮ ফেব্রুয়া…
  • ৩০ জানুয়ারি ২০২৬
‘বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশে উদ্যোগ নিতে হব…
  • ৩০ জানুয়ারি ২০২৬
কারাগার থেকে পালানো ‘হ ত্যা মামলার তিন আসামি’ ফের গ্রেপ্তার
  • ৩০ জানুয়ারি ২০২৬
‘জামায়াতের নয়, এবার ১৮ কোটি মানুষের বিজয় চাই’
  • ৩০ জানুয়ারি ২০২৬