বর্ণাঢ্য আয়োজনে বেরোবির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বেরোবির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি
বেরোবির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি  © টিডিসি ফটো

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনার পর জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু ও বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ।

বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধনের পর শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড.হাসিবুর রশীদ। উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনাসহ সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী  শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার পর মজন মর্ডান ও পার্কের মোড় হয়ে আবারো ক্যাম্পাসে ফিরে আসেন।

এরপর  উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের আশ্বাস দেন।অবশেষে কেক কাটার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উল্লেখ্য, ২০০৮ সালের এইদিনে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।তবে ২০০৯ সালের ৪ এপ্রিল সব অনিশ্চয়তা কাটিয়ে ৩০০ শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক নিয়ে রংপুর শহরের ধাপ লালকুঠি এলাকায় শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রমের উদ্বোধন হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence