বেরোবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক কনফারেন্স    

২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৫ PM
সম্মেলন উপলক্ষে সাজানো হয়েছে ক্যাম্পাস

সম্মেলন উপলক্ষে সাজানো হয়েছে ক্যাম্পাস © টিডিসি ফটো

বেরোবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক কনফারেন্স রংপুরের বেগম রোকেয়া বিশবিদ্যালয়ের (বেরেবি) কলা অনুষদের আয়োজনে আগামীকাল ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘উপনিবেশ উত্তর ইতিহাস, ভাষা ও সাহিত্য’ শীর্ষক দুই দিন্যব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স। 

কনফারেন্সের উদ্বোধক হিসেবে থাকবেন ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও লেখক-গবেষক অধ্যাপক ড. পবিত্র সরকার। ‘উপনিবেশ উত্তর ইতিহাস, ভাষা ও সাহিত্য’ বিষয়ক এ আন্তর্জতিক কনফারেন্সে মোট ৪২টি প্রবন্ধ উপস্থাপিত হবে। বাংলাদেশ ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ এ প্রবন্ধগুলো উপস্থাপন করবেন।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বিবদ্যালয়ের উপাচার্য ড. হাসিবুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয় ডিনা ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ। 

মুখ্য আলোচক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফখরুল আলম। স্বাগত বক্তৃতা করবেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আসিফ আল মতিন। ধন্যবাদ জ্ঞাপন করবেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান গোলাম রব্বানী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ।

আরও পড়ুন: যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ২০০ ফুল ফান্ডেড স্কলারশিপ, আবেদন অনলাইনে

কনফারেন্সের বিভিন্ন সেশনে আলোচক এবং সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাশিদ আশকারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মাসরুর সাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক শায়খুল জিয়াদ মামুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পরিমল চন্দ্র বর্মন, অধ্যাপক ড. শফিক আশরাফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রাহেল রাজিব। ভারতের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাক আহমেদ, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাবলু বর্মন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড.উর্বী মুখার্জি ও প্রভাষক কালিপদ বর্মন।

এছাড়াও কনফারেন্সের আলাদা সেশনে বক্তৃতা রাখবেন অধ্যাপক পবিত্র সরকার, অধ্যাপক রাশিদ আসকারী, অধ্যাপক মাসরুর সাহিদ হোসেন, অধ্যাপক মোহাম্মদ আজম, অধ্যাপক তুহিন ওয়াদুদ ও অধ্যাপক মোস্তাক আহমেদ। 

জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কাঁদলেন শহীদের মায়েরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই অফিসার নেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন শেষ ৫ ফেব্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
আপন দুই ভাই বিএনপি-যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলির প্রশ্ন সমাধান দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬