কুবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির, সম্পাদক ছাদেক

২৭ জুলাই ২০২৩, ০৮:২১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মোহাম্মদ জাকির হোসেন-মো. ছাদেক হোসেন মজুমদার

মোহাম্মদ জাকির হোসেন-মো. ছাদেক হোসেন মজুমদার © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদ-২০২৩ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সহকারী রেজিস্ট্রার (রেজিস্ট্রার দপ্তর) মোহাম্মদ জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে (নিরাপত্তা শাখা) মো. ছাদেক হোসেন মজুমদার নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে প্রধান নির্বাচন কমিশনার ও শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে পনেরটি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও ক্রীড়া সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক এই তিনটি পদে নিবার্চন অনুষ্ঠিত হয়। বাকিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

অন্য পদগুলোতে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি মুহাম্মদ জিল্লুল হাসান, মোহাম্মদ রহমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন ও মো. ছালেহ আহমেদ (মামুন), কোষাধ্যক্ষ কামরুল আহসান রুবেল, সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল ইসলাম, দপ্তর-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রায়হানুল ইসলাম, ক্রীড়া, সাংস্কৃতিক এবং সমাজকল্যাণ সম্পাদক মো. আতিকুর রহমান।

এছাড়া কার্যকরী সদস্য পদে যথাক্রমে মো. আবু তাহরে, মোহাম্মদ আব্দুল হান্নান, মো. মুখলেছুর রহমান, মো. মাসুদুর রহমান, মো. শাহ আলম নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সবুজ বডুয়া, দিলশাদ পারভীন, রিজোয়ানা করিম ও মোহাম্মদ এমদাদুল হক।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর রুমে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে সন্ধ্যা ৪টার দিকে ফল ঘোষণা করা হয়।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন শেষ ২৮ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি-শ্রমিক দলের ৬ ন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বুটেক্স ছাত্রী ছিলেন ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদোন্নতির দাবিতে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের কর্মকর্তাদের মান…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সিনারকে হারিয়ে ফাইনালে জোকোভিচ
  • ৩১ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন সুইডেনে, আবেদন শেষ ২ ফে…
  • ৩১ জানুয়ারি ২০২৬