নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাচির আইনি নোটিশ

২৬ জুন ২০২৩, ০৮:১৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM
মশিউজ্জামান খান

মশিউজ্জামান খান © ফাইল ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (শিক্ষা) মো. মশিউজ্জামান খানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়কে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন মশিউজ্জামান খানের আপন চাচি মোছা. কামরুন্নাহার রুপা।

রবিবার (২৫ জুন) ময়মনসিংহ জজ কোর্টের এডভোকেট হাবিবুল্লাহ বেলালী মারুফ স্বাক্ষরিত লিগ্যাল নোটিশটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর বরাবর পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ না নিলে আদালতের মাধ্যমে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়।

নোটিশে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তা মশিউজ্জামান খান এবং তার আপন চাচার মধ্যে দীর্ঘ দিন যাবৎ জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিরোধের জেরে অভিযুক্ত কর্মকর্তা চাকরির প্রভাব খাটিয়ে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে নোটিশদাতা এবং তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে বসতবাড়ী থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে আসছে।

গত ১৬ জুন বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে অভিযুক্ত কর্মকর্তা ও তার ভাড়াটে সন্ত্রাসী নোটিশদাতার স্বামীকে খুন করার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে কুপ ও এলোপাথারীভাবে মারপিট করার কারণে নোটিশদাতা এবং তার স্বামী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। এই ঘটনায় ত্রিশাল থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তা ও তার সন্ত্রাসী বাহিনী নোটিশদাতা ও তার অসুস্থ স্বামী এবং চার কন্যাকে বিশ্ববিদ্যালয়ে চাকুরীর প্রভাব খাটিয়ে খুন জখমের হুমকী ও মামলা তুলে নিতে ভয়ভীতিও প্রদর্শন করে আসছে। 

তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত মশিউজ্জামান খান বিষয়টি সম্পর্কে অবগত নন বলে দাবি করেন। তিনি বলেন, আমি বাড়িতে থাকি না এবং এসব ব্যাপারে একেবারেই অবগত নই। ১৬ জুন ঘটনাস্থলেও আমি ছিলাম না এবং জানতামও না। মূলত হিংসা-প্রতিহিংসা থেকে হয়রানি এবং আত্মসম্মানবোধ নষ্ট করতেই হয়তো তারা আমার নাম জড়িয়েছে।

মামলা করার পর চাকুরীর ক্ষমতা দেখিয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়েছেন কিনা জানতে চাইলে অস্বীকারও করেন অভিযুক্ত মশিউজ্জামান খান। তিনি বলেন, তাদের সাথে আমার কথাই হয়নি। আমি এসব শুনে তাজ্জব হয়ে গেছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো: হাফিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় এখন বন্ধ রয়েছে। আমাদের কাছে এখনো নোটিশ পৌঁছায়নি। বিশ্ববিদ্যালয় খোলার পর বিষয়টি তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা
  • ৩১ জানুয়ারি ২০২৬