বিজ্ঞান গবেষণায় ৩ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষর

২৫ জুন ২০২৩, ০৬:৫২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
তিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের সাথে অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর এবং অধ্যাপক ড. সৌমিত্র শেখর

তিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের সাথে অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর এবং অধ্যাপক ড. সৌমিত্র শেখর © টিডি

বিজ্ঞান গবেষণায় সহযোগিতা বৃদ্ধিতে ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি (ডুয়েট), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (২৪ জুন) রাজধানীর একটি অভিজাত হোটেলে বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শিক্ষার্থীদের চাঁদায় দেয়া হবে শিক্ষকদের অবসর ভাতা

চুক্তিতে ডুয়েটের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. হিমাংশু ভৌমিক, যবিপ্রবির পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. হাফিজুর রহমান চুক্তি স্বাক্ষর করেন। 

নজরুল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রকৌশলী মো. হাফিজুর রহমান জানান, চুক্তির আওতায় একচেঞ্জ অব ফ্যাকাল্টি, একচেঞ্জ অব পাবলিকেশন অ্যান্ড রিলিভেন্ট, একাডেমিক অ্যান্ড স্কলারলি ইনফরমেশন, একচেঞ্জ অব শেয়ারিং ল্যাব ফ্যাসিলিটিজ, জয়েন্ট রিসার্চ প্রভৃতি বিষয়ে একত্রে কাজ করবে বিশ্ববিদ্যালয়গুলো।

কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬