নজরুল কলেজ ছাত্রলীগ

ওয়াসিম রানার পদে বেলায়েত হোসেন

বেলায়েত হোসেন সাগর ও ওয়াসিম তাহসান রানা
বেলায়েত হোসেন সাগর ও ওয়াসিম তাহসান রানা  © সংগৃহীত

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শাখা ছাত্রলীগের ৬নং সহ-সভাপতি বেলায়েত হোসেন সাগর। দায়িত্ব পাওয়ার পর শাখা ছাত্রলীগের পক্ষ থেকে আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেন শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির নতুন দায়িত্বপ্রাপ্ত নেতা বেলায়েত হোসেন সাগর।

বুধবার (১৪ জুন) রাত সাড়ে নয়টায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বেলায়েত হোসেন সাগর বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ভাই ও ইনান ভাইয়ের প্রতি চিরকৃতজ্ঞ রইলাম। তিনি বলেন, আমি আমার দায়িত্বের কখনও অবহেলা করবো না। এসময় তিনি সদ্য সাবেক সভাপতি মরহুম এম ওয়াসিম তাহসান রানার স্মৃতি চারণ করে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেন।

আরও পড়ুন: ১৩৪ বছরে বিএম কলেজ

বেলায়েত হোসেন সাগর বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগ সবসময় একটি সুপার ইউনিট হিসেবে সম্মুখ সারীর ভূমিকায় ছিলো। আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে।

এর আগে ২ জুন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এম ওয়াসিম তাহসান রানা দাম্পত্য কলহের কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এতে করে কলেজ ছাত্রলীগের সভাপতি পদটি শূন্য হয়ে যায়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence