নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ মহাকবি ভাস রচিত ‘স্বপ্নবাসবদত্তা’

০৮ জুন ২০২৩, ১২:০৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৪ AM
নজরুল বিশ্ববিদ্যালয়ে মহাকবি ভাস রচিত নাটক ‘স্বপ্নবাসবদত্তা’র একটি দৃশ্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে মহাকবি ভাস রচিত নাটক ‘স্বপ্নবাসবদত্তা’র একটি দৃশ্য © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরিবেশনায় মহাকবি ভাস রচিত নাটক ‘স্বপ্নবাসবদত্তা’ মঞ্চস্থ হয়েছে। মঙ্গলবার (৬ জুন) নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মামুন রেজার নির্দেশনায় জিয়া হায়দার ল্যাবে নাটকটি পরিবেশিত হয়। 

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিভাগের শিক্ষার্থী ফয়সাল, মাহফুজুর রহমান, লিমন আহমেদ, অমি সরকার, বিপ্তন কুমার বিশ্বাস, ফিরোজ মাহমুদ, মাহফুজুর রহমান, রাজন বিশ্বাস, মনি রানী দে, শ্রেয়সী ভাদুড়ী, রেজওয়ানা সুলতানা কনা, লিমা রানী ভক্তি, জুবাইদা খানম, জান্নাতুল ফারিয়া প্রীতি, ঋতু দাস প্রমুখ। 

নির্দেশক সৈয়দ মামুন রেজা বলেন, প্রাচীন ভারতীয় সংস্কৃত নাট্য সম্ভার অত্যন্ত সমৃদ্ধ। মহাকবি ভাস সে কালের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার। বিষয়-বস্তুগত বৈচিত্র্যের দিক দিয়ে মহাকবি ভাস সংস্কৃত নাট্যসাহিত্যে অনন্য স্থান অধিকার করে আছেন। বৈচিত্র্যময় কাহিনী, ঘটনাক্রম ও অভিনব চরিত্র চিত্রণে তাঁর নাটক সমূহ দর্শকদের হৃদয়ে বিশেষ অনুভূতির সৃষ্টি করে। 

তিনি বলেন, ভারত নাট্যশাস্ত্রের বিভিন্ন উপাদানের শিক্ষা ও চর্চায় নব প্রজন্মের শিক্ষার্থীদের প্রায়োগিক জ্ঞান অর্জন এই প্রযোজনার মূল লক্ষ্য। প্রাচীন ভারতীয় সংস্কৃত নাট্য চর্চার মাধ্যমে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা, রাষ্ট্রনীতি ও সমাজ সম্পর্কে বিশ্লেষণাত্মক শিক্ষা অর্জন শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি নিঃসন্দেহে বহুগুণ বৃদ্ধি করবে।

কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬