বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ এসেছে

২৪ মে ২০২৩, ১১:৪৪ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩২ AM
বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বেরোবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বেরোবি শিক্ষার্থীরা © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাম্পাস এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঘণ্টা-ব্যাপী কুড়িগ্রাম-রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধের একপর্যায়ে বিদ্যুৎ সংযোগ চালু হওয়ায় অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ মে) দিবাগত রাত পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় অবরোধের কারণে মহাসড়কটির উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ প্রশাসন শিক্ষার্থীদের কথা শুনে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করলে শিক্ষার্থীরা হলে ফিরে যান।

আন্দোলনের সময় শিক্ষার্থীরা দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও হল প্রভোস্টের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। 

এর আগে মঙ্গলবার দুপুর আড়াইটায় দমকা হাওয়া ও বৃষ্টিপাত হলে আবাসিক হলসহ পুরো ক্যাম্পাস বিদ্যুৎহীন হয়ে পড়ে। দিন গড়িয়ে রাত আসলেও বিদ্যুৎ আসেনি। কিন্তু সন্ধ্যার পরপরই ক্যাম্পাস সংলগ্ন ক্যাডেট কলেজ, সরদার পাড়া ও চকবাজার এলাকায় বিদ্যুৎ চলে আসে। তখন রাত সাড়ে ১০টায় আবাসিক হলের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে হল থেকে বেরিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের ১নং ফটক সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন। দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ থাকায় যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত প্রায় ৮ ঘণ্টা বিশ্ববিদ্যালয় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় হলের আবাসিক শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ে। নেসকোর দায়িত্বরত কর্মকর্তাদের একাধিকবার ফোন করলেও কোন সাড়া পায়নি শিক্ষার্থীরা। ফলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে তারা বাধ্য হয়ে রাস্তায় নেমে আসেন তারা।

এ বিষয়ে তাজহাট মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নাজমুল কাদের জানান, দুপুরে ঝড়-বৃষ্টিতে বিদ্যুতের থ্রেট ফেল করেছিল। বিদ্যুৎ চলে আসলে শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে ফেরানো  হয়।

আপন দুই ভাই বিএনপি-যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলির প্রশ্ন সমাধান দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৭৫ শতাংশ এমপিওভুক্ত স্কুল-কলেজকে জাতীয়করণ করবে এনসিপি
  • ৩০ জানুয়ারি ২০২৬
টিসিবির পণ্য ট্রাকে নয়, মুদি দোকানে পাওয়া যাবে
  • ৩০ জানুয়ারি ২০২৬