দ্বিতীয় সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নিল জাতীয় বিশ্ববিদ্যালয়

৩০ এপ্রিল ২০২৩, ০৬:০২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৯ AM

© টিডিসি ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল ১৯৯২ সালে। গত ৩১ বছরে এ বিশ্ববিদ্যালয়ে মাত্র একবার সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার ২৫ বছর পর প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ১৭ জানুয়ারি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে এ সমাবর্তন হয়। এরপর ৬ বছর পর ২য় সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

আজ রবিবার (৩০ এপ্রিল) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে গত দুইবছরের কাজের অগ্রগতি মূল্যায়নে বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে উপাচার্যের দায়িত্ব গ্রহণের দুইবছরে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এছাড়া ভবিষ্যতে করণীয় নির্ধারণ নিয়ে বিশদ আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ এবং শিক্ষার্থীদের সেবা প্রদানে গতিসঞ্চারের জন্য বিভাগীয় প্রধানদের দিকনির্দেশনা প্রদান করেন উপাচার্য । 

গুণগত শিক্ষা নিশ্চিত এবং শিক্ষার্থীদের সেবা দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সম্প্রসারণ এবং বিদ্যমান কেন্দ্রগুলোতে আরও বেশি সেবা প্রদান নিশ্চিতের বিষয়ে আলোকপাত করেন উপাচার্য। বৈঠকে এবছরের মধ্যে সারা দেশের কলেজগুলোর অধ্যক্ষবৃন্দকে নিয়ে ‘অধ্যক্ষ সম্মিলন এবং শিক্ষার্থী বৃত্তি প্রদান’ অনুষ্ঠান  এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘দ্বিতীয় সমাবর্তন’ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া বৈঠকে জাতীয় সেমিনার, সাইন্স ফেয়ার, ক্যারিয়ার ফেয়ার, বিদায় অনুষ্ঠান,  ডিনস অ্যাওয়ার্ড, ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড, কলেজ র‌্যাংকিংসহ অঞ্চলভিত্তিক পরীক্ষা ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়। 

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম হাওলাদার, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। 

চৌদ্দগ্রামে জামায়াতের ৩ নির্বাচনী অফিসে আগুন, ডা. তাহেরের ন…
  • ১৯ জানুয়ারি ২০২৬
খুলনায় এনসিপি নেতা পরিচয়ে ২০ লক্ষ টাকা দাবি, ৩ জন আটক
  • ১৯ জানুয়ারি ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ দেবে ৯ বিভাগে, আবেদন…
  • ১৯ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে র‌্যাবের ওপর গুলিবর্ষণ, এক কর্মকর্তা নিহত, গুরুত…
  • ১৯ জানুয়ারি ২০২৬
শিক্ষক-কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা মন্ত্রণালয়ের
  • ১৯ জানুয়ারি ২০২৬
চ্যাটজিপিটির মাধ্যমে পরীক্ষা, রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9