নিউমার্কেটে আগুন

ঢাকা কলেজের পুকুর থেকে নেয়া হলো ১ কোটিরও বেশি লিটার পানি

১৫ এপ্রিল ২০২৩, ১১:২৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৯ AM

© টিডিসি ফটো

রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে গত ১২ ঘন্টায় ঢাকা কলেজের পুকুর থেকে গড়ে প্রায় ১ কোটি ৯ লাখ ৮৮ হাজার লিটার পানি নেওয়া হয়েছে। এখনও ৪ টি পাম্প পুকুরে লাগানো রয়েছে। যারমধ্যে দুটি পাম্প চলমান রয়েছে। 

শনিবার (১৫ এপ্রিল) রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজের পুকুরে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৩টি পাম্প বসানো হয়েছিলো। যারমধ্যে ৭টি করে ২ ভাগে পর্যায়ক্রমে পাম্পগুলো পানি সঞ্চালনের জন্য  চালানো হয়েছে। টেন বাই টেন নামের উচ্চক্ষমতা সম্পন্ন  এই পাম্পগুলো প্রতি মিনিটে ২ হাজার ২০০ লিটার পর্যন্ত পানি সরবরাহ করতে সক্ষম।

দিনমনি শর্মা এই বক্তব্যের হিসাব অনুযায়ী  প্রতি ৬০ মিনিটে একটি পাম্প ১ লাখ ৩২ হাজার লিটার এবং ১২ ঘণ্টায় একটি পাম্প ১৫ লাখ ৮৪ হাজার লিটার পানি সরবরাহ করেছে। আর মোট হিসাবে প্রতি ঘন্টায় ৭টি মেশিন ৯ লাখ ২৪ হাজার লিটার এবং ১২ ঘণ্টায় প্রায় ১ কোটি ১০ লাখ ৮৮ হাজার লিটার পানি সরবরাহ করেছে।

বিপুুল পরিমান পানি ঢাকা কলেজের পুকুর থেকে নেওয়ার ফলে বিরূপ কোন প্রতিক্রিয়া পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে দিনমণি শর্মা বলেন, আমরা ইতোমধ্যেই আজিমপুর স্টাফ কোয়ার্টারের পুকুরেও দুটি পাম স্থাপন করেছি। তাছাড়া আমাদের পর্যালোচনা অনুযায়ী ঢাকা কলেজের পুকুরে এখনো আরও অনেক পানি রয়েছে। কোন ধরনের বিরূপ প্রতিক্রিয়া পড়ার সম্ভাবনা নেই। দুটি পাম্প এখনও চলমান রয়েছে। কোন সমস্যা নেই। 

অপরদিকে রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে আরো সময় লাগবে বলে  জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) লেঃ কর্ণেল মো. রেজাউল করিম।

শনিবার (১৫ এপ্রিল) রাতে নিউমার্কেটের অগ্নি-দুর্ঘটনার সবশেষ পরিস্থিতি নিয়ে ইনসিডেন্ট কমান্ড পোস্ট-এর সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব তথ্য জানান। 

তিনি বলেন, এখনো মার্কেটের ভেতরে অনেক জায়গায় তুষের আগুনের মত চাপা আগুন জ্বলে উঠছে। এসব আগুন পুরোপুরি নিভিয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরো বিশদ সময়ের প্রয়োজন। ফায়ার সার্ভিসের বারোটি ইউনিটের সদস্যরা এখানে সারারাত কাজ করবেন। 

এছাড়াও যত ধরনের সহযোগিতা প্রয়োজন তা ঢাকা কলেজের পক্ষ থেকে করা হচ্ছে বলে জানান অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, আমরা সার্বিকভাবে ফায়ার সার্ভিসসহ অন্যদের সহযোগিতা করছি। ঢাকা কলেজের পানি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ঢাকা কলেজের রোভার রেডক্রিসেন্ট বিএনসিসি ও সাধারণ শিক্ষার্থীরা অগ্নিনির্বাপণের সহযোগিতা করেছেন। ফায়ার সার্ভিসের প্রয়োজনীয়তা অনুসারে আমরা দেয়াল ভেঙ্গে দিয়েছি। আমাদের সক্ষমতার জায়গা থেকে আরও যত ধরনের সহযোগিতা দেওয়া সম্ভব সব কিছুই করা হবে।

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, ভোগান্তি এড়…
  • ১৯ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই চাকরি বসুন্ধরা গ্রুপে, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  • ১৯ জানুয়ারি ২০২৬
৩ ইস্যুতে আজও নির্বাচন কমিশন ঘেরাও করেছে ছাত্রদল
  • ১৯ জানুয়ারি ২০২৬
দেড় মিনিটে পলিটেকনিক ইন্সটিটিউটকে উড়িয়ে দেওয়ার হুমকি, অবরু…
  • ১৯ জানুয়ারি ২০২৬
মিরসরাইয়ে সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9