নজরুল বিশ্ববিদ্যালয়ে স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের নতুন কমিটি গঠন

১৪ এপ্রিল ২০২৩, ০১:১২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
কমিটির সদস্যরা

কমিটির সদস্যরা © টিডিসি ফটো

আগামী ১ বছরের জন্য নতুন কমিটি গঠন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ক্লাব। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে মানবসম্পদ ব্যাবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সোহেল সাদমান ইসলাম এবং স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিক্ষার্থী লুৎফুল নাসিফ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ক্লাবটির ৪র্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে মানবসম্পদ ব্যাবস্থাপনা বিভাগের জাহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দর্শন বিভাগের সুমাইয়া জান্নাত ইভা, সাংগঠনিক সম্পাদক হিসেবে সাব্বির আহমেদ ও আজহারুল ইসলামকে নিযুক্ত করা হয়।

আরও পড়ুন: বাঙালি তার সংস্কৃতিকে বর্জন করেনি, পাকিস্তানকে বর্জন করেছে: সৌমিত্র শেখর।

ক্লাবটির নবনির্বাচিত সভাপতি সোহেল সাদমান ইসলাম বলেন, ২০১৯ সাল থেকে স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের সাথে যুক্ত আছি। ২০১৯ থেকে ২০২৩ এই ৪ বছরের অভিজ্ঞতা আমাকে আমার দায়িত্ব পালনে অনেক সাহায্য করবে। এই সময়ে অনেক কিছু শিখেছি এবং অনেক বাঁধার সম্মুখীন হয়েছি। চেষ্টা করবো সফলভাবে দায়িত্ব পরিচালনা করার জন্য।

সাধারণ সম্পাদক লুৎফুল নাসিফ বলেন, স্কিল ডেভেলপমেন্ট ক্লাব বরাবরই শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য কাজ করে থাকে। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে ভীষণ আনন্দিত বোধ করছি, পাশাপাশি এটি একটি চ্যালেঞ্জও বটে। বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব যেন তার স্বকীয়তা বজায় রাখতে পারে, দেশ এবং দেশের বাইরে ব্যাপ্তি লাভ করে সেই লক্ষ্যে কাজ করে যেতে চাই।

একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা
  • ৩১ জানুয়ারি ২০২৬