বর্ধিত ফি বাতিলের দাবিতে বিএম কলেজে বিক্ষোভ

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
সেশন ফি বাতিলের দাবিতে  বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

সেশন ফি বাতিলের দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ © সংগৃহীত

বরিশাল সরকারি বিএম কলেজে বর্ধিত সেশন ফি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শেষে অধ্যক্ষ গোলাম কিবরিয়ার কাছে বর্ধিত সেশন ফি বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেন। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল অধ্যক্ষের কাছে গিয়ে তাদের দাবি মেনে নেওয়ার অনুরোধ জানালে অধ্যক্ষ তাদের জানান, আগে ফি দিয়ে থাকলে নতুন করে ফি দিতে হবে না।

শিক্ষার্থীরা  জানান, স্নাতক চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় ছয় হাজার ৬৬৫ টাকা ফি দিয়ে তারা ভর্তি হন। এর আগে তৃতীয় বর্ষের সেশন ফি দুই হাজার ২৫০ টাকা পরিশোধ করেন তারা। কিন্তু কলেজ কর্তৃপক্ষ নতুন করে আবার দুই হাজার ২৫০ টাকা সেশন ফি নির্ধারণ করায় তা বাতিলের দাবিতে বিক্ষোভ করেন তারা।

কলেজ অধ্যক্ষ গোলাম কিবরিয়ার জানান, শিক্ষার্থীরা যদি সেশন ফি আগে দিয়ে থাকে তাহলে এখন দিতে হবে না। যারা দেয়নি তাদের দিতে হবে। কলেজ অধ্যক্ষ শিক্ষার্থীদের দাবি যৌক্তিক উল্লেখ করে এর প্রতি সমর্থন জানালে বিক্ষোভ বন্ধ করেন শিক্ষার্থীরা।

‘নাসিরকে বল দেওয়া জীবনের অন্যতম বড় ভুল’
  • ০৯ জানুয়ারি ২০২৬
দুই মাসের আমদানি বিল পরিশোধে রিজার্ভ নামলো ৩২ বিলিয়নে
  • ০৯ জানুয়ারি ২০২৬
চলমান বিক্ষোভে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • ০৯ জানুয়ারি ২০২৬
নাটোর-১ আসনে বিএনপির একাধিক প্রভাবশালী প্রার্থী, ফুরফুরা জা…
  • ০৯ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, গাইবান্ধায় ১৪৪ ধারা জারি
  • ০৯ জানুয়ারি ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চে…
  • ০৮ জানুয়ারি ২০২৬