কাথা পুড়িয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বসন্তবরণ

কাথা পুড়িয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বসন্তবরণ
কাথা পুড়িয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বসন্তবরণ  © টিডিসি ফটো

‘চারুর তিন আসে, ফাগুন হাসে’-এ স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যতিক্রমী আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ৩টায় ডায়না চত্বরে চারুকলা বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

এদিন কাথা পোড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বিভাগের শিক্ষার্থীরা উদ্বোধনী কোরাস গান পরিবেশন করেন। গান শেষে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এরপর সকলে আলোচনা সভায় মিলিত হন। এ সময় নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া। এছাড়াও প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ভালোবাসা দিবসে ইবির প্রেম-বঞ্চিত সংঘের বিক্ষোভ

পরে নাচ, গান, কবিতাসহ নানা আয়োজনে মেতে উঠেন চারুকলা বিভাগের শিক্ষার্থীসহ দর্শনার্থীরা। এছাড়াও সকলের জন্য মুড়ি, খই, বাতাসাসহ নানা ধরণের মিষ্টান্নের ব্যবস্থা করা হয়।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!