ইবির সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালনকে মারধরের অভিযোগ উঠেছে বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (৯ আগস্ট) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে মারধরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী  সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা লালন এমফিলের একটি কোর্সের পরীক্ষা শেষে কুষ্টিয়ার উদ্দেশ্যে ভ্যানে করে প্রধান ফকটের দিকে যাচ্ছিলেন। প্রধান ফটকের সামনে পৌছালে বর্তমান ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীরা বাইকে এসে তাকে ভ্যান থেকে নামিয়ে মেইনগেটের সামনে নিয়ে এসে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মারা সহ মারধর শুরু করেন। 

এসময় সে মাটিতে পড়ে যায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে লাইনের বাসে উঠে কুষ্টিয়া চলে যান। মারধরের সময় ছাত্রলীগকর্মী শাহিন আলম, মেহেদী হাসান হাফিজ, বাঁধনসহ কয়েক জন কর্মী ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তারা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের অনুসারী বলে জানা গেছে।

আরও পড়ুন: হাইকোর্টেও জামিন পেলেন না ‘মাদক বিজ্ঞানী’ সাঈদ

এ বিষয়ে মিজানুর রহমান লালনের সাথে যোগাযোগের ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। মারধরের অভিযোগ ওঠা  মেহেদি হাসান হাফিজ বলেন, আমি রুমে এসে শুনলাম মাগরধরের ঘটনা ঘটেছে। আমি মারধরের বিষয়ে জানিনা।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, এ ঘটনা আমাদের কনসার্নের বাহিরে ঘটেছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের মাঝে পূর্ববর্তী কোন ঝামেলা থাকতে পারে। এ বিষয়ে আমরা অভিযুক্তদের সাথে কথা বলব।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, এ বিষয়ে আমরা পরে জেনেছি। তাৎক্ষণিক ভাবে আমাদের কেউ জানায়নি। যখন আমরা জেনেছি তাৎক্ষণিক ভাবে নিরাপত্তা কর্মীদের পাঠিয়েছিলাম। পরে তারা সেখানে গিয়ে কাউকে পায়নি।


সর্বশেষ সংবাদ