ইবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায়দের মধ্যে খাবার বিতরণ

০৪ জানুয়ারি ২০২৩, ০৪:৫২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
ইবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন © টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)শাখা ছাত্রলীগ। বুধবার (৪ জানুয়ারি) বেলা ১২টায় তারা জিয়া মোড় থেকে আনন্দ র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে মিলিত হয়। 

এসময় ছাত্রলীগের নেতা কর্মীরা সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে দলীয় টেন্টে কেক কাটা কর্মসূচী পালন করা হয়। পরে দলীয় টেন্টের পাশে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেন তারা।

ছাত্রলীগের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ-সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম, উপ-রেজিস্ট্রার আলমগীর হোসেন খান। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় সহ অন্যান্য নেতাকর্মীরা।

আরও পড়ুন: বার কাউন্সিলের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, একদিকে ক্যাম্পাস বন্ধ অন্য দিকে তীব্র শীত উপেক্ষা করে এখানে এসেছেন এজন্য আপনাদের ধন্যবাদ। এই দিন উপলক্ষে কয়েকদিন পর আমরা এবং সকলকে নিয়ে জাঁকজমকপূর্ণভাবে পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করব। 

এরপর বেলা ১টা ৩০ মিনিট এ তারা অসহায় ও দুঃস্থদের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।

সর্বমিত্র চাকমাকে শোকজ করল ঢাবি প্রশাসন
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবি বিজ্ঞান ইউনিটে সেরা ৩ জনের দুজনই নটর ডেমের
  • ২৬ জানুয়ারি ২০২৬
নেশায় মাতাল হয়ে ক্যাম্পাসে খারাপ আচরণ, বিশ্ববিদ্যালয় শিক্ষা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বাজারমুখী শিক্ষা ও অ্যাপারেল শিল্প: এআইয়ের হাত ধরে ভবিষ্যতে…
  • ২৬ জানুয়ারি ২০২৬
সংসার থাকা মা-বোনরাই পাবে ফ্যামিলি কার্ড: তারেক রহমান
  • ২৬ জানুয়ারি ২০২৬
অবহেলা নয়, আধুনিক হবে পুরান ঢাকা: জামায়াত নেতা ড. মান্নান
  • ২৬ জানুয়ারি ২০২৬