খুলনা বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ মেধাতালিকার ভর্তি শুরু

২০ ডিসেম্বর ২০২২, ১২:৪৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৮ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ মেধা তালিকার (কোটাসহ) ভিত্তিতে প্রথম বর্ষে স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণিতে ভর্তি শুরু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ১২টা থেকে এ কার্যক্রম শুরু হয়ে চলবে আগামী ২২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটি পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-এ ইউনিট ও স্কুল অনুযায়ী ৬ষ্ঠ মেধা তালিকাসহ বিস্তারিত উল্লেখ রয়েছে। ৬ষ্ঠ পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ১২টায় শুরু হয়েছে।

আগামী ২২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইট (gstadmission.ac.bd) এর মাধ্যমে নির্ধারিত ফি প্রদান করে সম্পন্ন করতে হবে। গুচ্ছভুক্ত বাকি সবগুলো বিশ্ববিদ্যালয়েও একই প্রক্রিয়ায় ৬ষ্ঠা মেধাতালিকার ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধে ক্ষুব্ধ ভর্তিচ্ছুরা, সভা ডেকেছে কমিটি

এদিকে, ৬ষ্ঠ মেধাতালিকায় ভর্তি শেষে ৭ম মেধাতালিকা থেকে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ করে দেয়া হবে বলে গতকাল সোমবার গুচ্ছ কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছ। তবে ৬ষ্ঠ মেধাতালিকায় স্থান পাওয়া ভর্তিচ্ছুরা নির্দিষ্ট সময় পর্যন্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন করতে পারবেন।

তবে নতুন এ নির্দেশনায় তীব্র আপত্তি তুলেছেন ভর্তিচ্ছুদের একটি অংশ। তারা বলছেন, ভর্তি কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত অথবা অন্তত ১০ম মেধাতালিকা পর্যন্ত বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চালু রাখতে হবে। পরে বিষয়টি ভর্তি কমিটির নজরে আসলে তারা ভর্তিচ্ছুদের দাবির বিষয়টি বিবেচনা করবেন বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন।

আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬