কর্মকর্তাদের কম্পিউটার জ্ঞান অর্জনের নির্দেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের

১১ ডিসেম্বর ২০২২, ০৩:০৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মশালা © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেছেন, কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে প্রাথমিক জ্ঞান না থাকলে কাজ সম্পাদনে নির্ভরতা ও বিলম্বের জন্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের গতি বাঁধাগ্রস্থ হবে। অবাধ তথ্যপ্রবাহের এ যুগে আমরা অনেক পিছিয়ে পড়ব। 

রবিবার (১১ ডিসেম্বর) সকাল ১০ টায় প্রশাসন ভবনের সভাকক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে অনুষ্ঠিত তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন।

সকলকে কম্পিউটারের প্রাথমিক কাজ সম্পর্কে জ্ঞান অর্জনের আহবান জানিয়ে তিনি বলেন, বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লব অতিক্রম করে পঞ্চম শিল্পবিপ্লবের দিকে অগ্রসর হচ্ছে। একটি কাঠামোর মধ্যে সঠিক পথে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: রুশ ড্রোন হামলায় ইউক্রেনের ১৫ লাখ মানুষ বিদ্যুৎহীন

বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটির সদস্য ও তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ইনচার্জ) ড. আমানুর রহমান। রিসোর্স পারসন ছিলেন কমিউনিকেশন এ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের খন্ডকালীন শিক্ষক ড. অলিউর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক রাজিবুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরীন, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া, প্রেস প্রশাসক ড. সাজ্জাদ হোসেন, গ্রন্থাগারিক এস. এম. আব্দুল লতিফ, পরীক্ষা-নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ, চীফ মেডিক্যাল অফিসার ডা.  সিরাজুল ইসলাম সহ প্রমুখ। 

সর্বমিত্র চাকমাকে শোকজ করল ঢাবি প্রশাসন
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবি বিজ্ঞান ইউনিটে সেরা ৩ জনের দুজনই নটর ডেমের
  • ২৬ জানুয়ারি ২০২৬
নেশায় মাতাল হয়ে ক্যাম্পাসে খারাপ আচরণ, বিশ্ববিদ্যালয় শিক্ষা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বাজারমুখী শিক্ষা ও অ্যাপারেল শিল্প: এআইয়ের হাত ধরে ভবিষ্যতে…
  • ২৬ জানুয়ারি ২০২৬
সংসার থাকা মা-বোনরাই পাবে ফ্যামিলি কার্ড: তারেক রহমান
  • ২৬ জানুয়ারি ২০২৬
অবহেলা নয়, আধুনিক হবে পুরান ঢাকা: জামায়াত নেতা ড. মান্নান
  • ২৬ জানুয়ারি ২০২৬