খুবির চতুর্থ মেধাতালিকা প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২, ০৭:১১ PM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২, ০৭:১১ PM
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির চতুর্থ মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৭ ডিসেম্বর থেকে ১১ ডিসম্বর পর্যন্ত চতুর্থ মেধাতালিকা ভর্তি চলবে।
রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চতুর্থ মেধাতালিকা প্রকাশিত হয়।
এর আগে গত ২৬ নভেম্বর খুবিতে ভর্তির তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়। এই মেধাতালিকা থেকে ভর্তি চলে ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত।
খুবির চতুর্থ মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন
প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ অক্টোবর। আর আবেদন ফি পরিশোধ করা গেছে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা ছিল। একজন শিক্ষার্থী ৫০০ টাকা ফি পরিশোধ করে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটেই আবেদন করতে পেরেছেন।