ইবিতে ব্রাজিল সমর্থকদের উন্মাদনা, নেইমারের ক্যারিশমায় জয়ের প্রত্যাশা 

ইবিতে ব্রাজিল সমর্থকদের উন্মাদনা
ইবিতে ব্রাজিল সমর্থকদের উন্মাদনা  © টিডিসি ফটো

কাতারে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের জনপ্রিয় দল ব্রাজিলের প্রথম খেলার দিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ব্রাজিল সমর্থক শিক্ষার্থীদের মধ্যে উন্মাদনা ও উৎসবের জোয়ার বইছে। প্রিয় দলের বিজয় কামনায় আনন্দ মিছিল করেছেন শত শত ব্রাজিল ভক্তরা। প্রত্যাশা উপচে পড়ছে ফুটবল প্রেমীদের। নেইমারের ক্যারিশমায় জয়ের প্রত্যাশা সমর্থকদের।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সার্বিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচ দিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় মাঠে নামছে ব্রাজিল । এ উপলক্ষে  বিকাল ৫টায় মিছিল বের করেন ব্রাজিল সমর্থকরা। পঞ্চাশ হাত পতাকা নিয়ে মিছিলটি পুরো ক্যাম্পাস ঘুরে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। 

আজকের ম্যাচটি উপভোগ করতে দেরি সইছে না  যেন ভক্তদের। জয়-পরাজয়ের সমীকরণের পক্ষ-বিপক্ষের বাকযুদ্ধে প্রিয় দলকে জয়ী করতে ব্যস্ত সমর্থকরা। টং দোকান, ক্লাস রুম থেকে হল সব জায়গায় এখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। শুধু পাল্টাপাল্টি মিছিল আর বাকযুদ্ধে সিক্ত নয় ভক্ত সমর্থকরা। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রিয় দলের পতাকা টানাতেও প্রতিযোগিতায় মেতে উঠেছেন তারা। 

ব্রাজিল সমর্থক লোকমানী বলেন, জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। নেইমারে পায়ের ক্যারিশমায় জয় হবে ব্রাজিলের। এটি নিশ্চিতভাবে বলাই চলে। এবারও আমাদের প্রত্যাশা শুধু গ্রুপ পর্বে নয় সব দলকে হারিয়ে বিশ্বকাপ নেইমারদের হাতে উঠবে।

পারভেজ আহমেদ রবিন নামের আরেক সমর্থক  বললেন, ব্রাজিল মাঠে খেলে জবাব দেবে। ব্রাজিল ভক্ত হিসেবে আমরা যারা আছি প্রত্যাশা করি জয় ব্রাজিলেরই হবে। আর্জেন্টিনা এবার প্রথম বাছাই পর্বেই বাদ পড়ে যাবে। আর্জেন্টিনা সমর্থকদের সমবেদনা জানাই।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence