বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি দ্বিতীয় মেধাতালিকা চূড়ান্ত করা হয়েছে। দ্বিতীয় মেধাতালিকার একটি কপি দ্যা ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে বিস্তারিত তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি। ভরিচ্ছুরা ওয়েবসাইটে লগইন করে তালিকা দেখতে পাবেন।

দ্বিতীয় মেধাতালিকায় দেখা গেছে, বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ১০০৯ মেরিট পজিশন পর্যন্ত যেসব ভর্তিচ্ছুদের ৫৬ মার্কস পর্যন্ত, মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৪৫৯ মেরিট পজিশন পর্যন্ত যেসব ভর্তিচ্ছুদের মার্কস ৫৭.২৫ পর্যন্ত এবং ব্যবসায় শিক্ষা শাখা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৪০৪ মেরিট পজিশন পর্যন্ত যেসব ভর্তিচ্ছুদের মার্কস ৫৯ রয়েছে তারাই এ তালিকায় সুযোগ পাবেন।

এর আগে, গত ৪ নভেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়। এবছর বিশ্ববিদ্যালয়টির প্রতিটি আসনের বিপরীতে ২০ জন শিক্ষার্থী লড়বে। ১৩৯৫টি আসনের বিপরীতে ৩টি ইউনিটে ভর্তি আবেদন করেছে ৩৮০৯০ জন। এদের মধ্যে পেমেন্ট করেছে ২৮২৩০ জন।

আরও পড়ুন: বেরোবিতে আসন ফাঁকা ৫২৮

এদিকে, প্রথম মেধাতালিকায় ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়টিতে মোট ৮৬৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। সে হিসাবে বিশ্ববিদ্যালয়টিতে এখনো ৫২৮টি আসন ফাঁকা রয়েছে।

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্র জানিয়েছে, প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ‘এ’ ইউনিটে ভর্তি হয়েছেন ৪৪৩ জন, ‘বি’ ইউনিটে ২২০ জন এবং ‘সি’ ইউনিটে ভর্তি হয়েছেন ২০২ জন। এই তিন ইউনিটে ফাঁকা আসনের সংখ্যা যথাক্রমে ২৬৪, ১৪২ এবং ১২৪। এছাড়া ‘ক’ ইউনিটে একজন শিক্ষার্থী ভর্তি বাতিল করেছেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে মোট ৭০৭টি, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের অধীনে ৩৬২টি এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৩২৬টি আসন রয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence