ইবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হলেন ড. মতিনুর রহমান
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ০৮:০৭ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২২, ০৮:০৭ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.শেখ আবদুস সালাম তাকে নিয়োগ দিয়েছেন। আগামী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
রবিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: এবারও ‘স্ক্রিন সমাবর্তনে’ সাত কলেজের গ্র্যাজুয়েটরা
অফিস আদেশে বলা হয়, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগপ্রাপ্ত লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিনের মেয়াদ আজ রোববার শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)-এর ধারা ২৩(৪) অনুযায়ী সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হলো। সোমবার (১৪ নভেম্বর) থেকে পরবর্তী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
নতুন ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘একাডেমিক একটা পোস্টে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি সামাজিক বিজ্ঞান অনুষদকে আরও এগিয়ে নিতে চেষ্টা করব। নতুন নতুন পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জনে সচেষ্ট থাকব।’