খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধাতালিকা প্রকাশ

০৪ নভেম্বর ২০২২, ০৭:০৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৫ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। শুক্রবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধাতালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রথম মেধাতালিকায় ভর্তি চলবে ৭ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তির আবেদন জমা হিসেবে এবার আসন বিবেচনায় সর্বোচ্চ আবেদন পড়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। এ বিশ্ববিদ্যালয়ে ১১০৯টি আসনের বিপরীতে ভর্তির আবেদন পড়েছে ৫৩ হাজার ৪৯টি। এটা রেকর্ড সংখ্যক।

জানা যায়, ইউনিট ভিত্তিতে ‘এ’ ইউনিটে (স্থাপত্যসহ) আবেদন পড়েছে ১৭১২৫টি, ‘বি’ ইউনিটে (ফাইন আর্টসসহ) আবেদন পড়েছে ২০৯৮১টি, ‘সি’ ইউনিটে আবেদন পড়েছে ১৪৯৪৩টি।

আরও পড়ুন: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধাতালিকা প্রকাশ

এবার গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুসারে একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী ৫০০ টাকা জমা দিয়ে একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পেরেছে। বিজ্ঞানের ইচ্ছুক শিক্ষার্থীরা ‘এ’ ইউনিট ছাড়াও ‘বি’ এবং ‘সি’ ইউনিটেও আবেদন করতে পেরেছেন।

‘এ’ ইউনিটে স্থাপত্যে ভর্তিচ্ছু পরীক্ষার্থী আলাদাভাবে নির্দিষ্ট ফি দিয়ে আবেদনের পছন্দক্রম উল্লেখ করেছেন। এর সংখ্যা ১৯৫ জন। একইভাবে ‘বি’ ইউনিটে চারুকলা স্কুলে ভর্তির জন্য আলাদা একটি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফি দিয়ে আবেদন করেছে ৫০৩ জন। সবমিলিয়ে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৫৩ হাজার ৪৯জন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন

আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬