ফেসবুকে ডেঙ্গু আক্রান্ত জানানোর ৫ ঘণ্টা পরে মৃত্যু জবি ছাত্রের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ফজলুল হক রোমান
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ফজলুল হক রোমান  © সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কথা ফেসবুকে পোস্ট দিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ফজলুল হক রোমান। এর পাঁচ ঘণ্টা পর না ফেরার দেশে তিনি। চিরদিনের জন্য চলে গেলেন স্বজনদের ছেড়ে। রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ফজলুল হক মারা যান।

জানা গেছে, দু’দিন আগে ফেসবুকে লিখেছিলেন, ‘জ্বর ১০৪/১০৫—আলহামদুলিল্লাহ।’ রোববার তিনি লেখেন, ‘অবশেষে সদর হাসপাতাল, নড়াইল। মেডিসিন ওয়ার্ড।’ পরে লেখেন, ডেঙ্গু। এভাবে নিজের অসুস্থতার কথা সবাইকে জানানোর চেষ্টা করছিলেন। 

নড়াইলের নড়াগাতী থানার টোনা গ্রামের ওলিয়ার শেখের ছেলে ফজলুল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তিনি। পরিবারের বরাত দিয়ে সহপাঠীরা তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে সংগঠনটি।

আরো পড়ুন: ভারতে সেতু ভেঙে ৪০ জনের মৃত্যু

এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসলাম এবং সাধারণ সম্পাদক সুজন মোল্লা। একইসঙ্গে রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence