৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শেসের ৯ মাস পার হলেও ফলাফল দেয়া হয়নি। এ নিয়ে ভোগান্তিতে রয়েছেন চাকরিপ্রার্থীরা। তবে আগামী মাসের প্রথম সপ্তাহে এই বিসিএসের ফল দেওয়া হবে বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ মার্চ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ৬ ডিসেম্বর । এরপর প্রায় ৯ মাস পার হলেও ফল প্রকাশ করেনি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই ফল সামনের মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহে প্রকাশ হতে পারে।
আরো পড়ুন: আন্তর্জাতিক সংস্থায় ঘরে বসে কাজের সুযোগ, সর্বোচ্চ বেতন ৫০,০০০
পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, অনেক পরীক্ষক নির্ধারিত সময়ে খাতা দেয়নি। কাটতেও ভুল করেছেন ৩১৮ জন পরীক্ষক। এসব সংশোধন করে ফল দেয়া হবে আগামী মাসের প্রথম সপ্তাহে। যারা অবহেলা করেছেন তাদেরকে আর খাতা দেয়া হবে না।
তিনি বলেন, ৪৫তম বিসিএস থেকে সংকট থাকবে না। এক বছরের মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন হবে। ৪৫তম বিসিএসের আগে পরিমার্জন হবে সিলেবাসও।