৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ কবে, যা বললেন পিএসসি চেয়ারম্যান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০১:৩৬ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৫, ০১:৩৬ PM
আগামী রবিবারের মধ্যে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম। সোমবার (২৪ নভেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।
পিএসসি চেয়ারম্যান বলেন, দুটি বিশেষ (৪৮ ও ৪৯) বিসিএস পরীক্ষা খুব অল্প সময়ের ব্যবধানে আয়োজন করা হয়েছে। এজন্য নভেম্বরের শুরুতে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হয়নি। আমরা বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি।
আগামী বৃহস্পতিবার অথবা আগামী রবিবার ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, রবিবারের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
৫০তম বিসিএসের মাধ্যমে নন-ক্যাডারে কতজনকে নিয়োগ দেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে পিএসসি চেয়ারম্যান আরও বলেন, এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১৭৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। নন-ক্যাডারের পদ সংখ্যা এখনো চূড়ান্ত করা যায়নি। বিজ্ঞপ্তিতে নন-ক্যাডারের যতগুলো পদই উল্লেখ থাকুক না কেন, এই সংখ্যা পরবর্তীতে বৃদ্ধির সুযোগ রয়েছে।
এদিকে বিসিএসের আবেদন ফি, মৌখিক পরীক্ষার নম্বর ও মোট নম্বরের ক্ষেত্রে কয়েকটি পরিবর্তন এনেছে পিএসসি। ২০২৪ সালের ১১ ডিসেম্বর জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিসের সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা করা হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকার পরিবর্তে করা হয় ৫০ টাকা। এ ছাড়া বিসিএসে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর করা হয়েছে।
উল্লেখ্য, সবশেষ অনুষ্ঠিত ৪৭তম সাধারণ বিসিএসে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করছিল। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ছিল ৩ হাজার ৪৮৭। নন-ক্যাডার পদের সংখ্যা ছিল ২০১।