আটক হওয়া তিন পরীক্ষার্থী © টিডিসি সম্পাদিত
উপসহকারী কৃষি কর্মকর্তা পদের লিখিত পরীক্ষায় প্রক্সি ও মোবাইলে প্রশ্নের ছবি তুলে বাইরে পাঠানোর অপরাধে তিন জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন-২০২৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। আটককৃতরা হলেন, সিদ্ধান্ত সরকার, দীপংকর বালা ও কিশোর বাড়ৈ।
রবিবার অনুষ্ঠিত এই নিয়োগ পরীক্ষার সময় ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র থেকে প্রক্সি পরীক্ষার্থী হিসেবে ধরা পড়েন সিদ্ধান্ত সরকার। তিনি রেজিস্ট্রেশন নম্বর ০০২১৮৮ এর প্রকৃত পরীক্ষার্থী রাশেদ আলম রায়হান-এর বদলি হিসেবে পরীক্ষা দিতে এসেছিলেন।
শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আরেক প্রক্সি পরীক্ষার্থী দীপংকর বালা আটক হন। তিনি নৃপেন বিশ্বাস (রেজিস্ট্রেশন নম্বর ০০৩০২০)-এর হয়ে পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন।
এছাড়া, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে কিশোর বাড়ৈ (রেজিস্ট্রেশন নম্বর ০০০৪৯৪) নামের এক পরীক্ষার্থী মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।