৪৪তম বিসিএস: কোন বিশ্ববিদ্যালয় থেকে কতজন ক্যাডার হলেন?

প্রতীকী
প্রতীকী  © টিডিসি

সম্প্রতি দেশের সর্বোচ্চ প্রতিযোগিতামূলক চাকরির নিয়োগ পরীক্ষা ৪৪তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষার সব ধাপ শেষে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে; যেখানে সুপারিশপ্রাপ্ত হয়েছে ১ হাজার ৬৯০ জন প্রার্থী। দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত এই ফল প্রকাশের পরই চুলচেরা বিশ্লেষণ চলছে— কোন বিশ্ববিদ্যালয় থেকে কতজন ক্যাডার হলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও চলছে নানা আলোচনা। এরই মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ক্যাম্পাসভিত্তিক ক্যাডার সংখ্যার আনুমানিক একটি চিত্র হাতে পেয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। এতে দেশের শীর্ষ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মেধার আধিপত্য লক্ষ করা গেছে। এবারও অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ক্যাডার সংখ্যায় শীর্ষে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সমানতালে এগিয়ে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়।

দ্য ডেইলি ক্যাম্পাস প্রতিনিধিদের পাঠানো তথ্যমতে, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এবারও সবচেয়ে বেশি সংখ্যক বিসিএস ক্যাডার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে। বিশ্ববিদ্যালয়টি থেকে প্রায় ১৫৩ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর আগে ৪৩তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারের মেধা তালিকায় প্রথম স্থান অর্জনসহ বিশ্ববিদ্যালয়টি থেকে ৩শ’রও বেশি শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হওয়া তথ্য জেনেছিল দ্য ডেইলি ক্যাম্পাস। যদিও শেষ পর্যন্ত সেই সংখ্যা কত— তা যাচাই করা সম্ভব হয়নি। এছাড়াও এ বছর (৪৪তম বিসিএস) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে প্রায় ৬৭ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ৬২, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে যথাক্রমে ২৪ ও ৮ জন প্রার্থী বিভিন্ন ক্যাডার পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। যদিও প্রকতপক্ষে এই সংখ্যা আরও বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: ৫ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য যে নির্দেশনা দিল মাউশি

এর বাইরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে ২৬ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ৩ জন, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) থেকে ১৬ জন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ১৩ জন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ৫৫ জন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ৫৭ জন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৩৬ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ১০ জন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৭ জন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ১ জন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ৪ জন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ৯ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ৪ জন গ্র্যাজুয়েটের বিসিএস ক্যাডার হওয়ার তথ্য পাওয়া গেছে। প্রকাশিত ফল পররাষ্ট্র ক্যাডারে প্রথম শামীম শাহরিয়ার ঢাকা মেডিকেল কলেজের ছাত্র হলেও কলেজটি থেকে ক্যাডার হওয়া বাকি শিক্ষার্থীদের তথ্য যাচাই করতে পারেনি দ্য ডেইলি ক্যাম্পাস। একইভাবে পারেনি বুয়েটের ক্ষেত্রে। 

এদিকে ৪৪তম বিসিএসে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তারা জানান, বিসিএস ক্যাডার হিসেবে নির্বাচিত হওয়া দেশের মেধাবী তরুণদের জন্য শুধু একটি ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি জাতির জন্যও এক গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের শিক্ষার্থীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম যেমন বাড়ছে, তেমনি আগামীর শিক্ষার্থীদের জন্য এটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মনিবেদনের মাধ্যমে যারা এই সাফল্য অর্জন করেছেন, তারা ভবিষ্যতে দেশের প্রশাসন, শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে নেতৃত্ব দেবেন এমন আশাবাদ ব্যক্ত করেন উপাচার্যরা।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে?

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব তার ফেসবুকে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের অভিনন্দন বার্তা জানিয়ে বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তোমাদের এই গৌরবময় সাফল্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত।’ তিনি আরও লিখেছেন, ‘এই অর্জন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক গৌরবকে আরও সমুন্নত করেছে। আশা করি, এই সফলতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আগামীর চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের জন্য আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।’

প্রসঙ্গত, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তথ্যমতে, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন করেন প্রায় ৩ লাখ ৫০ হাজার প্রার্থী। প্রাথমিক (প্রিলিমিনারি) পরীক্ষায় উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন। পরবর্তী ধাপে ২০২৪ সালের ৩ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে উত্তীর্ণ হন ১১ হাজার ৭৩২ জন প্রার্থী। এরপর মৌখিক পরীক্ষা (ভাইভা) শুরু হয়ে শেষ হয় ১৭ জুন। সব প্রক্রিয়া সম্পন্ন করে ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০টি শূন্য পদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ