৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি জারি পিএসসির

২৯ এপ্রিল ২০২৫, ০৮:২৭ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩৪ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৬তম বিসিএসের পূর্ব ঘোষিত লিখিত পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৮ মে এ পরীক্ষা শুরুর কথা ছিল। তবে চাকরিপ্রার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আলোচনার পর এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে আগেই জানান স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পিএসসির জনসংযোগ কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সাহিদা খাতুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্থগিতের বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক অনুষ্ঠেয় ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ৮ মে থেকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হলো। কমিশনের সিদ্ধান্তক্রমে এই সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

পিএসসি সংস্কারের ৮ দফা দাবিতে চাকরিপ্রত্যাশীদের শাহবাগ ব্লকেডের পর আগামী ৮ মে তারিখে অনুষ্ঠিতব্য ৪৬তম বিসিএস পরীক্ষা স্থগিত করে পিএসসি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। গত রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় শাহবাগ চত্বরে অবস্থান নিয়ে এ ব্লকেড শুরু করেন চাকরিপ্রত্যাশীরা। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

রাত সাড়ে ৮টার দিকে উপদেষ্টা আসিফ মাহমুদের মধ্যস্থতায় পিএসসির সদস্য জহিরুল হক ভূইয়াসহ আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আলোচনায় বসেন। দীর্ঘ আলোচনার পর ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত করা হয় এবং সরকারের উচ্চ পর্যায়ে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে কমিটির প্রধান করে একটি কমিটি করার সিদ্ধান্ত হয়।

আরো পড়ুন: সারাদেশের সব পলিটেকনিক আজ থেকে শাটডাউন ঘোষণা

পরে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙান আসিফ মাহমুদ। এ সময় তিনি বলেন, ৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের ৮দফা দাবির জন্য সরকারের উচ্চ পর্যায়ে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে কমিটির প্রধান করে একটি কমিটি করা হয়েছে। 

পিএসসির দীর্ঘমেয়াদি সংস্কারের জন্য আন্দোলনরত শিক্ষার্থী ও গঠিত কমিটি আলোচনায় বসবেন বলেও জানান উপদেষ্টা। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, পরীক্ষা স্থগিত আমাদের আসল দাবি নয়। আমাদের ৮ দফা দাবিতে আন্দোলন চলমান থাকবে। সেই আট দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা নিয়ে…
  • ২১ জানুয়ারি ২০২৬
প্যাথলজি রিপোর্টে চিকিৎসকের একক স্বাক্ষরের সিদ্ধান্ত ৭২ ঘণ্…
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ: কোন জেলায় কতজন টিকলেন
  • ২১ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের ৪ দিনের সফরসূচি ঘোষণা
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগের জেলা ভিত্তিক ফল দেখুন এখানে
  • ২১ জানুয়ারি ২০২৬
গণঅধিকার পরিষদ থেকে ছাড় পেল না বিএনপি
  • ২১ জানুয়ারি ২০২৬