বিসিএসের ভাইভার নম্বর ৫০ করার চিন্তা পিএসসির

সরকারি কর্ম কমিশন (পিএসসি)
সরকারি কর্ম কমিশন (পিএসসি)  © ফাইল ফটো

বিসিএসের ভাইভার নম্বর ১০০ থেকে কমিয়ে ৫০ করার চিন্তা করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে পিএসসির সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এই পরিকল্পনার কথা জানান চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।

এর আগে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ সংশোধন করে, বিসিএস পরীক্ষা মোট নম্বর আগে ১১০০ থাকলেও ৪৭তম বিসিএস থেকে তা কমিয়ে ১০০০ করা হয়েছে। এ ক্ষেত্রে ভাইভা বা মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। তবে ভবিষ্যতে তা আরও কমানোর বার্তা দিলেন পিএসসি চেয়ারম্যান।

ব্রিফিংয়ে চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, ভাইভাতে ১০০ নম্বরের কথা বলা হয়েছে, এখন ৪৭ থেকে ১০০ নম্বর। ভাইভাতে ১০০ নম্বরের পরিবর্তে ৫০ করা হতে পারে।

মোবাশ্বের মোনেম বলেন, ‘আমরা বলছি যে একটা বিষয় আছে যেটাকে বলে অ্যাসেসমেন্ট সেন্টার, যেখানে সাইকোমেট্রিক অ্যানালাইসিস করা হয়। এখনকার যে বাংলাদেশ সিভিল সার্ভিস, এই সিভিল সার্ভিসের জন্য কোর কম্পিটেন্স কী দরকার হয়, তা অলরেডি আমরা জানি। কিন্তু আমরা একটা রিসার্চও করছি এটা নিয়ে, যে কোর কম্পিটেন্স কী হবে, সেটার ওপর বেস করে অ্যাসেসমেন্ট সেন্টারের প্যারামিটারগুলোতে হয়তো রাখা হবে, সেই কম্পিটেন্সগুলো ধরে একটা অ্যাসেসমেন্ট হবে, যেটা হবে ডিজিটাল অ্যাসেসমেন্ট যেখানে হিউম্যান বিংয়ের কিছু থাকবে না।’

তিনি আরও বলেন, ‘এরপরের ৫০ নম্বর হয়তো আমার ইউজুয়াল যে ভাইভা সে রকমভাবে হবে। এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। আমরা চেষ্টা করব যা যা বলছি, আমরা যত দিন এই কমিশনে থাকব, তত দিনের মধ্যে যাতে তার ইমপ্লিমেন্টেশন করা। আমার মনে হয়, আমরা যে আন্তরিকতা নিয়ে কাজ করছি, তাতে আমরা ইনশা আল্লাহ তা করতে পারব।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence