৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন   © সংগৃহীত

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ এবং কারিগরি/ পেশাগত উভয় ক্যাডারের ৭২০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হবে। 

বৃহস্পতিবার (২০ মার্চ) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ এপ্রিল সকাল ১০টায় আগারগাঁওয়ে কমিশনের কার্যালয়ে শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তির ১৬ নম্বর অনুচ্ছেদের শর্ত অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট হতে ডাউনলোড করতে হবে।

এতে আরও বলা হয়, কমিশনের ওয়েবসাইট থেকে সংগৃহীত অনলাইন ফরম প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে ৩০ মিনিট পূর্বে জমা দিতে হবে।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরে ২০২২ সালের ২৭ মে দেশের আটটি বিভাগীয় শহরে প্রিলিমিনারি পরীক্ষা হয়। এতে উত্তীর্ণ হন  ১৫ হাজার ৭০৮ জন। এরপর ২০২৪ সালের ৩ এপ্রিল ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১১ হাজার ৭৩২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence