বিসিএস প্রশ্নফাঁসের অভিযোগে বিজি প্রেসের মজনু রিমান্ডে, কারাগারে আকরাম

২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত © ফাইল ফটো

বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিজি প্রেসের গ্রেপ্তার কর্মচারী মজনু মিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিজি প্রেসের আরেক কর্মচারী আকরাম হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

পুলিশের বিশেষায়িত এ শাখার বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বিসিএস প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে সিআইডির একটি দল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: বিসিএসের প্রশ্নফাঁস, সিআইডির হাতে গ্রেপ্তার বিজি প্রেসের ২ কর্মী

এর আগে রাজধানীর পল্টন মডেল থানার মামলায় এদিন তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত সংস্থা সিআইডি  মজনুর ১০ দিনের রিমান্ড এবং আকরামকে কারাগারে আটক রাখার আবেদন করে।

গত ৮ জুলাই রাজধানীর পল্টন মডেল থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে সিআইডির উপপরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে মামলা করেন।  

আরও পড়ুন: ‘এমডি মিজানে’র মাধ্যমে দুই বিসিএসের প্রিলিতে বসেন রাজ ও তার বন্ধু

প্রসঙ্গত, রাষ্ট্রীয় মালিকানাধীন ছাপাখানা বিজি প্রেস থেকে প্রশ্ন সরবরাহের বিষয়টি স্বীকার করেছিলেন প্রতিষ্ঠানটির গ্রেপ্তারকৃত বাইন্ডার আকরাম হোসেন এবং পোর্টার মজনু মিয়া।

জানতে চাইলে আকরাম হোসেন তখন জানিয়েছিলেন, ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত আমি আর মজনু একসাথে কাজ করতাম এবং সকল পরীক্ষার প্রশ্ন বের করতাম। ২০১৮ সালোর পর থেকে আমি এ কাজ থেকে সরে আসলেও মজনু এটি চালিয়ে যায়। 

আর মজনু মিয়া বলেছেন, এমডি মিজান আমাকে টাকার লোভ দেখিয়ে কাজগুলো করিয়েছে। প্রতিটি প্রশ্ন বের করার বিনিময়ে তিনি আমাকে ২ থেকে ৫ লাখ টাকা দিতেন।

কোনো প্রার্থী পুলিশের ন্যূনতম ফেভার পাবে না, বক্তব্য দিয়ে প…
  • ২২ জানুয়ারি ২০২৬
তারেক রহমানকে দেখে ‘দুলাভাই, দুলাভাই’ স্লোগান
  • ২২ জানুয়ারি ২০২৬
২১ বছর পর শ্বশুরবাড়িতে তারেক রহমান, কেক খাওয়ালেন স্ত্রী জুব…
  • ২২ জানুয়ারি ২০২৬
কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর হামলার অভিযোগ
  • ২২ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেলে ভাতা বৃদ্ধির যত সুপারিশ
  • ২২ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পদ হারালেন বিএনপি নেতা মাসুদ ও শিপন
  • ২২ জানুয়ারি ২০২৬