দুই হাজার নার্স নিয়োগের লিখিত পরীক্ষার ফল কবে—জানাল পিএসসি

চিকিৎসক ও নার্স
চিকিৎসক ও নার্স  © ফাইল ফটো

সিনিয়র স্টাফ নার্স ও ডিপ্লোমা নার্স পদে ২ হাজার ৪২২ জন নিয়োগের লিখিত পরীক্ষার ফল চলতি মাসে প্রকাশ করা হতে পারে। ইতোমধ্যে খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে।

বুধবার (১৫ মে) সরকারি কর্ম কমিশনের একাধিক দায়িত্বশীল সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির এক কর্মকর্তা জানান, সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন শেষ হয়েছে। খাতা স্ক্রিনিং শেষে ফল তৈরির জন্য আইটি শাখায় পাঠানো হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে ২ হাজার ৩৬৭ জন সিনিয়র স্টাফ নার্স এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরে ৫৫ জন ডিপ্লোমা নার্স নিয়োগের বিজ্ঞপ্তি গত বছরের জানুয়ারি মাসে প্রকাশিত হয়। এতে  আবেদন করেছিলেন ৮ হাজার ৮৩৭ জন। দীর্ঘদিন ধরে পরীক্ষার ফল প্রকাশিত না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা।

 

সর্বশেষ সংবাদ