৪৪তম বিসিএসের ভাইভার সিডিউল দেখুন এখানে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ০৮:০৭ PM , আপডেট: ০৭ মে ২০২৪, ০৭:৪১ AM
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ৮ মে থেকে শুরু হবে। ভাইভার তারিখ জানিয়ে সিডিউল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (২৯ মে) এ সিডিউল প্রকাশ করা হয়।
২০২১ সালের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়, আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি। এরপর ২০২২ সালের ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী পাস করেন। ৪৪তম বিসিএস পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন।
৪৪তম বিসিএসের ভাইভার সিডিউল দেখতে এখানে ক্লিক করুন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।