টিম অভিযাত্রিক © টিডিসি ফটো
ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জ (ERC) ২০২২-এর অন-সাইট সংস্করণে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির টিম অভিযাত্রিক। আগামী ৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সারা বিশ্ব থেকে এই চ্যালেঞ্জে মোট ৬৪ টি দল অংশগ্রহণ করে এবং পরবর্তীতে ১৬ টি দল ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবে। ফাইনালটি অনুষ্ঠিত হবে দক্ষিণ পোল্যান্ডের কিয়েলসে।
ফাইনালের ১৬টি দলের মাঝে আইইউটি মার্স রোভার - টিম অভিযাত্রিক সফলভাবে বাংলাদেশ এবং সমগ্র এশিয়া থেকে শীর্ষ স্কোরিং দল হিসাবে ১১তম স্থান অর্জন করেছে। মোট ৮০ পয়েন্টের মধ্যে ৬৬ পয়েন্ট স্কোর অর্জন করে টিম অভিযাত্রিক তৃতীয়বারের মতো ইআরসি-এর ফাইনালে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।
আরও পড়ুন: বাংলাদেশে পড়তে এসে প্রাণ হারালেন কাশ্মীরি মেডিকেল ছাত্রী
আইইউটি অভিযাত্রিকের টিম লিডার আশরাফুল হক বলেছেন, "আমাদের লক্ষ্য ERC ২০২২-এর আসন্ন ফাইনালে আমাদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করা, এবং একটি প্রশংসনীয় কৃতিত্ব অর্জন করা যা বাংলাদেশের অসামান্য প্রতিভাকে বিশ্বব্যাপী স্পটলাইটে নিয়ে আসবে।”
উল্লেখ্য, ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জ (ERC) নামক বার্ষিক এই প্রতিযোগিতাটি ২০১৪ সাল থেকে পোল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে। মহাকাশ এবং রোবোটিক্সের সংমিশ্রণের এই প্রতিযোগিতাটি প্রযুক্তি এবং মঙ্গল গ্রহের মানব অন্বেষণের প্রতি আগ্রহীদের জন্য একটি অনুপ্রেরণার উৎস। এই ইভেন্টের মাধ্যমে অংশগ্রহণকারীরা ইউরোপীয় ব্যবসা এবং প্রযুক্তি জগতের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করতে পারেন এবং নাসার কিংবদন্তি ব্যক্তিদের সাথে দেখা করার সুযোগ পান।