ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির নতুন ট্রেজারার ইসফাক ইলাহী চৌধুরী

কমোডর ইসফাক ইলাহী চৌধুরী
কমোডর ইসফাক ইলাহী চৌধুরী  © ফাইল ছবি

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর ভারপ্রাপ্ত ট্রেজারার এয়ার কমোডর ইসফাক ইলাহী চৌধুরী (অব.)। বৃহস্পতিবার (১১ আগস্ট) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে উপসচিব ড. মো. ফরহাদ হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩৩ (১) অনুযায়ী ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ঢাকা এর ভারপ্রাপ্ত ট্রেজারার এয়ার কমোডর ইসফাক ইলাহী চৌধুরী (অব.)-কে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ঢাকা-এর ট্রেজারার পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলোঃ’’

আরও পড়ুন: ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। 

ক) ট্রেজারার পদে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছর। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন;

খ) তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


সর্বশেষ সংবাদ