গবির সাবেক অধ্যাপক মাশরাফি আর নেই

০১ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৪ PM
অধ্যাপক ড. মখদুম ই মূলখ মাশরাফি

অধ্যাপক ড. মখদুম ই মূলখ মাশরাফি © সংগৃহীত ছবি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) রাজনীতি ও প্রশাসন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক  ড. মখদুম ই মূলখ মাশরাফি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ভোর ৪টায় নয়ানগরে নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

আরও পড়ুন: এয়ারটেলের বিজ্ঞাপনে ঢেকে গেল সরকারি কলেজের নামফলক

মরহুমার ছেলে তারিফ মাশরাফি জানান, ভোর ৪ টায় বাড়িতেই সে স্ট্রোক করে এবং পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত্যুর কথা নিশ্চিত করেন। মরহুমের প্রথম জানাযা আজ সকাল সাড়ে ১১টায় নয়ানগর মসজিদের সামনে এবং দ্বিতীয় জানাযার নামায আজ বাদ যোহর নলাম কবরস্থানে অনুষ্ঠিত হয়। 

আমার বাবার ইচ্ছা ছিল একটা বিশ্ববিদ্যালয় গড়ে তুলবেন। বাবার অপূরণীয় ইচ্ছাটা আমি পূরণ করতে চাই যোগ করেন তিনি। 

আরও পড়ুন: ইউনিক আইডি পাচ্ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

উল্লেখ্য, অধ্যাপক ড. মখদুম ই মূলখ মাশরাফি ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ১৯৭৩ সালে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করে। বিশ্ববিদ্যালয় জীবন শেষেই তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন এবং পরবর্তীতে সেখানে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগে। 

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬
রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডিজিটাল বাংলাদেশে সনাতন গোবিপ্রবি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জাপানের এনইএফ বৃত্তি পেল শেকৃবির ২৯ শিক্ষার্থী
  • ৩০ জানুয়ারি ২০২৬
জমিজমা নিয়ে বিরোধে বিএনপি নেতার মৃত্যুকে ‘জামায়াতের হামলায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬