এয়ারটেলের বিজ্ঞাপনে ঢেকে গেল সরকারি কলেজের নামফলক

সাতক্ষীরা সরকারি কলেজ
সাতক্ষীরা সরকারি কলেজ  © সংগৃহীত

সাতক্ষীরা সরকারি কলেজের মূল নামফলক ঢেকে একটি টেলিকম কোম্পানির কমার্শিয়াল বিজ্ঞাপন দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষসহ কলেজের শিক্ষার্থীরা বিষয়টিকে নেতিবাচকভাবে গ্রহণ করে ফেসবুকে এর প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে কলেজের মূল ফটক থেকে কর্মাশিয়াল এই বিজ্ঞাপন নামিয়ে ফেলার আহবান জানিয়েছেন তারা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এর আগে কলেজের মূল ফটকে স্টিলের ডিজাইন করা নামফলক ছিল। সেখানে 'সাতক্ষীরা সরকারি কলেজ' লেখা ছিল। কিন্তু সম্প্রতিকালে সেটি টেলিকম কোম্পানি এয়ারটেলের লোগো সংবলিত নামফলক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

আর পড়ুন: মেয়ে বিদেশে পড়তে যাওয়ায় পরিবারকে সমাজচ্যুত

সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সভাপতি শেখ শাকিল হোসেন ফেসবুকে-এ ঘটনার প্রতিবাদ জানিয়ে লিখেছেন, 'সাতক্ষীরা সরকারি কলেজের প্রধান ফটকে কলেজের মূল নামফলক ঢেকে এরকম বিজ্ঞাপনী নামফলক দেখতে চাই না। অতিদ্রুত এটা নামিয়ে ফেলুন।'

তিনি আরও লিখেছেন, 'সৌন্দর্যবর্ধন (তথাকথিত) থেকে জেলার সেরা কলেজের প্রধান ফটকও ছাড় পেল না। এই বর্ণিল সাইনবোর্ড তো একদিন বর্ণহীন হয়ে যাবে। কিন্তু আমাদের রুচির দৈন্য ঘুচবে কবে?'

রফিকুল ইসলাম রফিক নামে একজন লিখেছেন, 'সাতক্ষীরার সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি কলেজ। অথচ মূল গেটে এয়ারটেলের প্রচার চালাচ্ছে। হাইরে আফসোস!'

আরও পড়ুন: কনস্টেবলে ৪ হাজার নিয়োগ, শূন্যপদ কোন জেলায় কত (তালিকা)

আসাদুজ্জামান মধু লিখেছেন, ‘এয়ারটেলের প্রচার প্রচারণার দায়িত্ব নিয়েছে সাতক্ষীরা সরকারি কলেজ। অন্ততপক্ষে শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার ঠিক হয়নি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমানুল্লাহ আল হাদি বলেন, 'কলেজ অধ্যক্ষ এস এ আফজাল হোসেন গত ৩০ ডিসেম্বর অবসরে যান। তার আগে ১১ ডিসেম্বর তিনি এয়াটেল কোম্পানির সঙ্গে আলোচনা করে ফটক তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন। তৈরির পর যেহেতু এ নিয়ে সমালোচনা হচ্ছে, এজন্য মঙ্গলবার একাডেমি কাউন্সিলের সভা ডাকা হয়েছে। সভার সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।'


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence