নবীন শিক্ষার্থীদের বরণ করল নটর ডেম বিশ্ববিদ্যালয়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২২, ০৮:০৫ PM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২২, ০৮:১৮ PM
বর্ণাঢ্য আয়োজন ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে নটর ডেম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ শনিবার (৮ জানুয়ারি) স্প্রিং-২০২২ সেমিস্টারে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বুয়েটের অধ্যাপক ড. মো. সোহরাব হোসেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি সভাপতিত্ব করেন।
আরও পড়ুন: কলেজ-বিশ্ববিদ্যালয় চালু রাখার চিন্তা
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও, সিএসসি, ডিন অলক কুমার চক্রবর্তী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রধান সাইফুল ইসলাম।
এছাড়াও নবীন বরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। পরে নবীনদের লাল গোলাপ দিয়ে বরণ করে নেন সভাপতিসহ উপস্থিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপাচার্য নবীনদের উদ্দেশে বলেন, তোমরাই আগামী প্রজন্ম। তোমাদের উপর জাতির ভবিষ্যত নির্ভর করছে।এখানে সব ধরনের সুযোগ-সুবিধা আছে। তোমরা এগুলোর যথাযথ বহারের করে নিজেদের দক্ষতাকে বাড়িয়ে তুলতে পারবে।
এছাড়াও তিনি কর্মক্ষেত্রে দক্ষতার সাথে সফল হওয়ার উপায়, দূরদর্শী ও আদর্শ মানুষ হিসেবে সমাজে অবদান রাখতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চায় না সরকার: শিক্ষামন্ত্রী
প্রধান অতিথি অধ্যাপক ড. মো. সোহরাব হোসেন বলেন, নটর ডেম একটি অসাধারণ বিশ্ববিদ্যালয়। এটি শিক্ষার্থীদের শেখার জন্য উত্তম স্থান। পড়াশোনার পাশাপাশি এখানে সহশিক্ষাকার্যক্রমের ব্যবস্থা রয়েছে। জ্ঞানের পরিধিকে বাড়ানোর জন্য তোমরা সহশিক্ষাকার্যক্রমে অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানের শেষে বিশ্ববিদ্যালয়ের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে নেটর ডেম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।